ধীরে ধীরে ক্ষোভে ও ফুঁসে উঠেছে খুলনার ব্যবসায়ী সমাজ। মংলা কাস্টমস কমিশনার ড. আল আমিন প্রামাণিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যাহারের দাবিতে একের পর এক সাংবাদিক সম্মেলন, মানববন্ধন, স্মারকলিপি দিয়েই চলেছেন ব্যবসায়ীরা। মংলা কাস্টমস কমিশনারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা না নিলে আরো কঠোর পদেক্ষপ নেবে বলে হুমকি দিয়েছে ব্যবসায়ী সমাজ। ইতোমধ্যে গতকাল ৭ দিনের আল্টিমেটামও দেয়া হয়েছে। মংলা কাস্টম হাউসে দৈনন্দিন কাজে বহুবিধ অন্তহীন সমস্যা জর্জরিত হয়ে মংলা বন্দর ব্যবহারকারী ও খুলনার ব্যবসায়ীরা বাধ্য হয়ে এসব পদক্ষেপ নিচ্ছেন। ব্যবসায়ীরা জানান, টাকার বিনিময় মংলা বন্দর অচল করতে উঠেপড়ে লেগেছে কাস্টমস কমিশনার ড. আল আমিন প্রামাণিক। দক্ষিণাঞ্চলের ব্যবসায়ীদের পথে বসাতে তার আগমন বলে জানান ব্যবসায়ীরা। কনটেইনারপ্রতি কমিশনার প্রামাণিক ৫০ হাজার টাকা করে হাতিয়ে নেয়ায় ব্যবসায়ীরা বাধ্য হয়ে মংলা বন্দর ব্যবহার থেকে বিরত থাকছেন। আর এ সুযোগে চট্টগ্রাম ও ঢাকার ব্যবসায়ীদের কাছ থেকে লুটে নিচ্ছেন লাখ লাখ টাকা। সূত্রমতে, গত মঙ্গলবার বিকাল ৪টায় খুলনা পিকচার প্যালেস মোড়ে মংলা কাস্টম হাউসে দৈনন্দিন কাজে বহুবিদ অন্তহীন সমস্যা ও তার সমাধানের নিমিত্তে মংলা কাস্টমস কমিশনার ড. আল আমিন প্রামাণিকের দৃষ্টান্তমূলক শাস্তি ও প্রত্যাহারের দাবিতে মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির আয়োজনে খুলনার ব্যবসায়ী সমাজের মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটি ও নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন খুলনা চেম্বাব অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি কাজী আমিনুল হক। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ঊর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান, সহ-সভাপতি গোপী কৃষান মুগ্ধড়া, পরিচালক মোঃ মফিদুল ইসলাম টুটুল, পরিচালক মোঃ আসাদুর রহমান, পরিচালক মোস্তফা জেসান ভুট্টো, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি মোঃ আশরাফুজ্জামান, হাফিজুল ইসলাম চন্দন প্রমুখ। এদিকে, মংলা কাস্টম হাউসে বিরাজমান অন্তহীন সমস্যার সমাধানের লক্ষ্যে মংলা বন্দর ব্যবহারকারী ব্যবসায়ী নেতৃবৃন্দের সমন্বয়ে গত বুধবার বেলা ১২টায় খুলনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মংলা বন্দর ব্যবহারকারী সমন্বয় কমিটির সভাপতি সৈয়দ মোসতাহেদ আলী। সভাটি পরিচালনা করেন সমন্বয় কমিটি ও খুলনা নৌ পরিবহন মালিক গ্রুপের মহাসচিব অ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম। সভায় আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয় যে, সংবাদ সম্মেলনের মাধ্যমে মংলা কাস্টমস কমিশনার ড. আল আমিন প্রামাণিককে ৭ কার্যদিবসের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হবে। ৭ দিনের মধ্যে সমন্বয় কমিটির কার্যক্রমের মধ্যে ছিল মংলা কাস্টমস কমিশনার ড. আল আমিন প্রামাণিককে প্রত্যাহারের দাবি। এ ছাড়া গতকাল প্রধানমন্ত্রী বরাবরে খুলনা বিভাগীয় কমিশনার, খুলনা জেলা প্রশাসক, বাগেরহাট জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পেশ করা হয়। এ ছাড়া পর্যায়ক্রমে অর্থমন্ত্রী, অর্থ উপদেষ্টা, এনবিআর চেয়ারম্যান, ডিজিএফআই, এনএসআই, মংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান, এফবিসিসিআই সভাপতিকে বিষয়টি পত্র প্রেরণের মাধ্যমে জানানো হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন