শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁপাইনবাবগঞ্জে উপনির্বাচনে একজনের মনোনয়ন প্রত্যাহার

চাঁপাইনবাবগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ মে, ২০২২, ৫:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের উপ নির্বাচনে কাশেদ আলী নামের এক ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। এখন এ পদের জন্য একক প্রার্থী রইলেন তোসিকুল আলম।

বৃহস্পতিবার (২৬ মে) দুপুরের পর জেলা আওয়ামীলীগ অফিসের কক্ষে কাশেদ আলী নিজেই প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।

কাশেদ বলেন, 'আগামি ১৫ জুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমিসহ মোট ৩ জন ওই পদের জন্য মনোনয়ন পত্র দাখিল করি।
একজনের মনোনয়ন পত্র বাতিল হওয়ায়, আমরা দুজন আওয়ামীলীগের সমর্থিত ছিলাম।
আওয়ামীলীগের দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমি আমার মনোনয়ন প্রত্যাহার করলাম'।

জেলা আ.লীগের সাবধাণ সম্পাদক আব্দুল ওদুদ বলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের তোসিকুল আর কাশেদ মোট দুই জন প্রার্থী ছিল। তার মধ্যে একজন (কাশেদ) দলের স্বার্থে মনোনয়ন প্রত্যাহার করেছেন।

জেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ, জেলা পরিষদের প্রশাসক আশরাফুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজিজুর রহমান, ও সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর আ.লীগের সভাপতি আব্দুল জলিলসহ আরও অনেক।

দলের স্বার্থে কাশেদের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েফুলেল তোড়া দিয়ে অভিবাদন জানান উপস্থিত আওয়ামীলীগের নেতারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন