শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কুমিল্লার শ্রেষ্ঠ শিক্ষার্থী নুসরাত নাহার ইন্নি

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৮ মে, ২০২২, ১২:০১ এএম

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ এ বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হওয়ার পর ধারাবাহিকভাবে কুমিল্লা জিলার শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হলো নুসরাত নাহার ইন্নি। সে বুড়িচং উপজেলার ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং বুড়িচং উপজেলার বাকশীমূল ইউনিয়নের জামতলা গ্রামের বাসিন্দা। তার দুই বোন, এক ভাইয়ের মধ্যে সে প্রথম। তার বাবার নাম মো. মোশারফ হোসেন। ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তিনিও এবারসহ দু’বার বুড়িচং উপজেলার শ্রেষ্ঠ শিক্ষক (স্কুল) নির্বাচিত হয়েছেন। তার মায়ের নাম জেসমিন আক্তার। তার এ ধারাবাহিক সাফল্যে বিদ্যালয়ে এবং পরিবারে আনন্দের বন্যা বইছে। এলাকায় ব্যাপক আলোচনা চলছে ‘যোগ্য পিতার যোগ্য মেয়ে।’ শিক্ষা-সংস্কৃতিতে সে সমানভাবে পারদর্শী। সহপাঠীদের কাছে সে খুব সহযোগী ও সহমর্মি। মেধাবী এ ছাত্রীর ভবিষ্যৎ প্রত্যাশা, বিদ্যালয়ের মানসম্মত ফলাফলসহ উচ্চা শিক্ষা লাভ করে দেশের সেবক হওয়া। সে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও নির্বাচক মণ্ডলীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। সে সকলের নিকট দোয়া প্রার্থী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন