মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের হোসেনাবাদ গ্রামে রোববার সকাল সাড়ে ১০ টার দিকে পজ্রপাতে জাহাঙ্গীর হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছে। আহত হন একই গ্রামের সোবহান খালাসী (৪৫)। নিহত জাহাঙ্গীর হোসেনের বাড়ি চুয়াডাঙ্গা জেলার জীবন নগর থানার হরিপুর গ্রামে। আহত সোবহান একই গ্রামের রমজান খালাসীর ছেলে।
স্থানী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা থেকে মাদারীপুরে কয়েকজন কৃষক দীর্ঘদিন ধরে কৃষি কাজ করার জন্য আসে। সকালে বৃষ্টির মধ্যে হোসেনাবাদ গ্রামের পাট ক্ষেতে কাজ করছিলেন জাহাঙ্গীর হোসেন ও সোবহান খালাসী।)। মাদারীপুর সদর থানার ওসি মোঃ মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন