মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এএইচএফের সংবর্ধনা পেলেন জিমি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৯ মে, ২০২২, ৮:৫৩ পিএম

এশিয়ান হকি ফেডারেশনের (এএইচএফ) সংবর্ধনা পেয়েছেন বাংলাদেশের রাসেল মাহমুদ জিমি। যিনি কেবল দক্ষিণ এশিয়া নয়, পুরো এশিয়ার প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৬টি এশিয়া কাপ হকি টুর্নামেন্টে খেলে অনন্য এক রেকর্ড গড়েছেন। জিমির এমন কীর্তির স্বীকৃতি হিসেবে এশিয়ান হকি অভিভাবক সংস্থটি রোববার তার হাতে এএইচএফ মেরিট অব রিকগনিশনের স্মারক তুলে দিয়েছে। ২০০৩ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এশিয়া কাপে প্রথম খেলেছিলেন জিমি। এরপর থেকে ইন্দোনেশিয়ায় চলমান এশিয়া কাপ দিয়ে তিনি অংশ নিলেন টানা ৬ আসরে। কুয়ালালামপুর থেকে শুরু করে ভারতের চেন্নাই, মালয়েশিয়ার কুয়ানতান ও ইপো এবং বাংলাদেশের ঢাকা হয়ে জিমি নিজের ষষ্ঠ এশিয়া কাপ খেললেন এবার ইন্দোনেশিয়ার জাকার্তায়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন