শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

প্রথম বিভাগ হকি লিগ শুরু ৬ মার্চ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০২৩, ৮:২৪ পিএম

তিন বছর পর ফের টার্ফে গড়াচ্ছে গ্রীন ডেল্টা ইনস্যুরেন্স প্রথম বিভাগ হকি লিগের খেলা। ৬ মার্চ শুরু হওয়া এই লিগে খেলবে ১২ দল। সিঙ্গেল লিগ পদ্ধতিতে অনুষ্ঠেয় লিগে অংশ নেওয়া ক্লাবগুলো হলো- ঊষা ক্রীড়া চক্র, রেলওয়ে এসসি, হকি ঢাকা ইউনাইটেড, ওয়ান্ডারার্স ক্লাব, পিডব্লিউডি এসসি, ব্যাচেলর্স এসসি, কম্বাইন্ড এসসি, শিশু-কিশোর সংঘ, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব, শান্তিনগর স্পোর্টিং ক্লাব ও রায়েরবাজার স্পোর্টিং ক্লাব। গেল বছরের ২১ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত এই লিগের দলবদল হলেও তিন মাস পর মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের টার্ফে গড়াচ্ছে খেলা। সর্বশেষ ২০১৮ সালে প্রথম বিভাগ হকি লিগ অনুষ্ঠিত হয়েছিল। বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ বলেন, ‘লিগে অংশ নিতে যাওয়া প্রতিটি দলকে দুই লাখ টাকা করে অনুদান দেয়া হচ্ছে।’ আরও জানা গেছেÑ ১২ ফেব্রুয়ারি বিকেল ৫টায় ফেডারেশনের সভাকক্ষে ক্লাবগুলোকে ফেডারেশনের পক্ষ থেকে অনুদানের অর্থ দেওয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন