সোমবার, ২০ মে ২০২৪, ০৬ জ্যৈষ্ঠ ১৪৩১, ১১ জিলক্বদ ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বৃষ্টির পানিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি

দিশেহারা চলনবিলের কৃষক

চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০২ এএম

পাবনার চাটমোহরসহ চলনবিলাঞ্চলে এবার বৃষ্টির পানিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি, তলিয়ে গেছে চলনবিলের নিম্নাঞ্চলে ধান। উজান থেকে নেমে আসা ঢলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় পাকা ধান হঠাৎ এভাবে পানিতে ডুবে যাওয়ায় দিশেহারা স্থানীয় কৃষক। দ্রুত ধান কেটে ঘরে তুলতে নাভিশ্বাস ওঠছে তাদের। শ্রমিক এবং নৌকার স্বল্পতায় ধান কাটাও সম্ভব হচ্ছে না।
চাটমোহরের কাজলী খাতুন বলেন, চোখের সামনে ধান ডুইবা গেল। এহন তাড়াতাড়ি ধান কাইটে ঘরে তোলাই কঠিন হয়ে গেছে। ধান পানিতে ডুবে নষ্ট হয়ে যাচ্ছে। চলনবিলের চাটমোহরের খলিসাগাড়ি, আফরারদহ, খোলারদহ, কুকড়াগাড়ী এলাকার জমির পাকা ধান তলিয়ে গেছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরক্তি উপ-পরিচালক আব্দুল লতিফ জানান, চাটমোহরে সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। প্রাথমকি তথ্যে নিচু এলাকার ৬০ হক্টের জমির ধান পানিতে তলিয়ে গেছে। সøুইস গেটের বিষয়টি জানতে চাইলে এই র্কমর্কতা বলনে, এ বিষয়ে পানি উন্নয়ন র্বোড র্কমর্কতাদরে সঙ্গে আলোচনা চলছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন