শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কালকিনিতে ভ্যানচালকের ঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩০ মে, ২০২২, ১২:০২ এএম

মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর শিকারমঙ্গল গ্রামে আমির হোসেন নামের এক ভ্যান চালকের বসত ঘর ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। শনিবার দুপুরে প্রতিপক্ষ তার চাচা জয়নাল বেপারী লোকজন নিয়ে জোরপূর্বক উক্ত বসতঘর ভেঙে দেয়। এঘটনার পর প্রতিপক্ষের ভয়ে ভ্যান চালক আমির হোসেন পরিবার পরিজন নিয়ে এক প্রকার পালিয়ে বেড়াচ্ছে।
এ ব্যাপারে ভূক্তভোগী ভ্যানচালক আমির হোসেন বলেন ‘আমার পিতার মৃত্যুর পর আমি পৈর্তৃক ভিটায় বসত ঘর নির্মাণ করে বসবাস করে আসছিলাম। কিন্তু আমার চাচা জয়নাল বেপারী গ্রামের প্রভাবশালী ব্যক্তি। সে আমার জমিজমা নিজে ভোগ দখল করতে আমাকে বাড়ি ছাড়া করতে আমার বসত ঘর ভেঙে দেয়।’
এ ব্যাপারে কালকিনি থানার ওসি শামীম হোসেন বলেন ‘এবিষয়ে থানায় অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন