পঞ্চগড়ে বোদায় বীজ উৎপাদনের জন্য নাবী জাতের পাট চাষের আগ্রহ বাড়ছে কৃষকদের। বর্তমানে বোদা উপজেলায় অনেক পাটচাষী এই নাবী পাট বীজ উৎপাদন জাত তোষা-৯৮৯৭ চাষ শুরু করেছেন। উপজেলা পাট অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি রবি মৌসুমের ১ কেজি প্যাকেটের পাট বীজ বিনামূল্যে কৃষকদের মাঝে বিতরণ করা হয়। বিনামূল্যে (তোষা) এই পাট বীজ উপজেলার ১টি পৌরসভা ও ১০টি ইউনিয়নের ২৫০ কৃষকের মাঝে বিতরণ করা হয়েছিল। এই বীজগুলো বুননের পর বর্তমানে পাট ক্ষেতগুলো সবুজের বাতাসে দোল খাচ্ছে। সরেজমিন দেখা যায়, বীজ মাটিতে চাষ করার পর বর্তমানে নাবী পাট বীজে ফলন আসতে শুরু করেছে। আর অল্প কয়েক দিনের মধ্যে এই পাট বীজগুলো উত্তোলন করা হবে। পরিদর্শনকালে কথা হয় বোদা পৌর শহরের সাতখামের পাটচাষী রুবেল ও রবিউলের সাথে। তারা জানান, এই প্রথমবার তারা ২০ শতক জমিতে উচ্চফলনশীল পাট বীজ জাত চাষ শুরু করেছেন। পাটের গাছ ও ফলন ভালো হয়েছে। এখন বীজ উত্তোলন করলে বোঝা যাবে এর ফলাফল। পাট বীজ উত্তোলনের সময় এই পাটগুলো কেটে আঁশ ছড়ানোর জন্য পানিতে পচানো যাবে। এব্যাপারে উপজেলা পাট অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা অবিনাশ চন্দ্র বর্মণ জানান, রবি মৌসুমে এ উপজেলার ৫০ একর জমিতে এই নাবী পাটবীজ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ উপজেলার কৃষকদের পাট চাষে উদ্বুদ্ধ করতে তাদেরকে সবধরনের সুযোগ-সুবিধা প্রদান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন যদি নাবী জাতের পাট চাষের ফলন ভালো হয় তাহলে শতকপ্রতি জমিতে ৩ কেজি করে পাট বীজ উত্তোলন করা যাবে। নাবী জাতের পাট বীজ উৎপাদনের জন্য তিনি কৃষকদের সর্বপ্রকার সুযোগ-সুবিধার প্রদানের কথা ব্যক্ত করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন