শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

প্রধান শিক্ষকবিহীন ১৯ প্রাথমিক বিদ্যালয়

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০১৬, ৯:৩৬ পিএম

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন যাবৎ প্রধান শিক্ষক নেই। এছাড়া ৫২টি সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে স্কুলগুলো পরিচালিত হচ্ছে। শিক্ষক সংকটের কারণে কোমলমতি শিশুদের লেখাপড়া বিঘিœত হচ্ছে। প্রধান শিক্ষক শূন্য প্রাথমিক বিদ্যালয়গুলো হচ্ছেÑ আলীরচর, কাপাসাটিয়া, জগৎচর, বরচারা, দক্ষিণ লক্ষ¥ীপুর, বাজরা-কান্দুলিয়া, লালপুর, নোয়াগঁাঁও, হাজারী নগর, পূর্ব গোবরিয়া, সেমাইকান্দি, লক্ষ¥ীপুর ফকিরপাড়া, বাজরা-মাছিমপুর, মাতুয়ারকান্দা, মইথপুর, জাফরাবাদ, উত্তর দশকাহুনিয়া, উত্তর চর কামালপুর, আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়। এছাড়াও উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে ৫২টি সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় শিক্ষাদানে ব্যাপক সমস্যার সৃষ্টি হচ্ছে। এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সভাপতিগণ জানান, আবেদন-নিবেদন করেও এসব শূন্য পদে নিয়োগ দেয়া হচ্ছে না। ফলে আশানুরূপ লেখাপড়া না হওয়ায় ছাত্র-ছাত্রীদের পরীক্ষার ফলাফলও ভালো হচ্ছে না। এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল আজিজ জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, শিগগিরই শিক্ষক নিয়োগ দেয়া হবে ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন