খাগড়াছড়ি জেলার দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় ল²ণ চন্দ্র দাশ নামে পঞ্চাশ বছর বয়সি এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রবিবার সন্ধ্যা সাড়ে ৯টার দিকে দীঘিনালা উপজেলার খাগড়াছড়ি-দীঘিনালা সড়কের সুপারি বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, নিহত ল²ণ চন্দ্র দাশ খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের মশালচি (বাবুর্চির সহকারী) হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলে করে দীঘিনালায় যাচ্ছিলেন ল²ণ চন্দ্র দাশ। আর দীঘিনালা থেকে গাছের ভুসি ভর্তি ট্রাকটি (ঝালকাটি-ট-১১-০১৬০) ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। সড়কে সুপারি বাগান এলাকা অতিক্রম করার সময় ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান মোটরসাইকেল আরোহী।
দীঘিনালা থানার উপ-পরিদর্শক সাখাওয়াত হোসেন বলেন, সেড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি ওই ব্যক্তির মরদেহ রাস্তায় পড়ে আছে। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি জব্দ করা সম্ভব হলেও ট্রাকটির চালক এবং হেলপার পালিয়ে গেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন