বুধবার ২০ নভেম্বর ২০২৪, ০৫ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

তালতলীতে ডাকাত সর্দারের হুমকি

মুক্তিযোদ্ধা পরিবার আতঙ্কিত

আমতলী (বরগুনা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩১ মে, ২০২২, ১২:০৩ এএম

তালতলীতে ফেরারি ডাকাত সর্দার ইলিয়াস খাঁর হুমকির ভয়ে আতংকিত মুক্তিযোদ্ধ আবদুল গনি তালুকদারের পরিবার। জানা যায়, বরগুনার তালতলী উপজেলার গাববাড়িয়া গ্রামের বিডিআর-এর প্রথম চট্টগ্রাম সেক্টর কমান্ডার বীব মুক্তিযোদ্ধা মরহুম আবদুল গনি তালুকদারের পৈত্রিক জমির পাশে ইলিয়াস খাঁ, রশিদ খাঁ, ছালাম খাঁ বসবাস করে। ঐ জমির উৎপাদিত ফসল রাতের আঁধারে চুরি করে নিয়ে যায়, কখনো দখলের চেষ্টা চালায়। সম্প্রতি তাদের বিরুদ্ধে ক্ষেত থেকে মুগ ডাল চুরির অপরাধে আমতলী ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা করলে ইলিয়াস খাঁ গংরা ক্ষিপ্ত হয়ে উঠে ও গত রোববার দুপুরে প্রাণনাশের হুমকি দেয়। মামলা নং-সিআর-৩৭০/২০২২। যে কোন মুহূর্তে ইলিয়াছ খাঁ গংদের হাতে প্রাণনাশের সম্ভাবনা রয়েছে বলে অভিযোগে মুক্তিযোদ্ধা পরিবারের মো. নাসির তালুকদার, মো. কামাল হোসেন তালুকদার জানান। ইলিয়াস খাঁদের ভয়ে কেউ মুখ খুলছে না। তাদের আশপাশে আধা/এক কিমি’র মধ্যে কারো বাড়িঘর নেই। ইলিয়াছ খাঁ গংদের ভয়ে কেউ বাড়িঘর তুলছে না। ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত ফেরারি ইলিয়াস খাঁ, বাবা রশিদ খাঁ, চাচা ছালাম খাঁ গংরা ঐ গ্রামের নিরিহ লোকজনের প্রায় ১৫/১৬ একর জমি জোরে দখল করেছে বলে অভিযোগ রয়েছে। উল্লেখ্য, ডাকাত ইলিয়াস খাঁ ২০০২ সালের বরগুনা দায়রা যুগ্মসহকারী জজ আদালতের ৩৩/২০০২নং মামলার ১০ বছর সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানাসহ কারাদণ্ড প্রাপ্ত ফেরারি আসামি। ডাকাতি ছাড়া সে আ. রশিদ হাওলাদার, পিতা লাল মিয়া হাংকে কুপিয়ে হত্যা করে। দলবল নিয়ে পাশের হিন্দু গ্রামের ১৪ পরিবারকে একের পর এক নির্যাতন চালালে ঐ ১৪ পরিবার রাতের আধারে ভারতে পালিয়ে যায়। বর্তমান সরকার হিন্দুদের জানমাল রক্ষার্থে দ্রুত পুলিশ ফাঁড়ি নির্মাণ করে দেন। এ প্রসঙ্গে তালতলী থানার ওসি কাজি শাখাওয়াত হোসেন তপু বলেন, লিখিত অভিযোগ করুণ। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন