৬৫ দিনের নিষেধাজ্ঞাকালে প্রনোদনার চাল না পেয়ে পটুয়াখালীর রাঙ্গাবালীতে মানববন্ধন সমাবেশ করেছে জেলেরা। গত সোমবার দুপুরে রাঙ্গাবালীর ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন শতাধিক জেলে।
এসময় জেলেরা অভিযোগ করেন, সমুদ্রে ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে বেকার জেলেদের জন্য সরকারের প্রনোদনা দেয়া কথা থাকলেও, কার্ডধারী সকল জেলে চাল পাচ্ছেনা। জেলেদের নামে বরাদ্ধকৃত চাল যাচ্ছে অন্যান্য পেশার লোকদের ঘরে। যার কারণে খুব কষ্টে দিন কাটছে জেলেদের। এদিকে জেলে কার্ড ইউপি সদস্যরা আটকে রেখেছে বলেও অভিযোগ জানান তারা। জেলে কার্ড ফিরিয়ে দেয়াসহ প্রনোদনার চাল কার্ডধারী সকলকে দেয়ার দাবি জেলেদের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন