শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৮ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মোরেলগঞ্জে হত্যা ডাকাতিসহ ১৮ মামলার আসামি কবির বয়াতী গ্রেফতার

মোরেলগঞ্জ(বাগেরহাট) সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ জুন, ২০২২, ৫:৪৩ পিএম

বাগেরহাটের মোরেলগঞ্জে হত্যা ডাকাতিসহ ১৮ মামলার আসামি কবির বয়াতী ওরফে কবির ডাকাতকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোর রাত ৪টার দিকে ফকিরহাটের একটি ডাকাতি মামলায় মোরেলগঞ্জ ও ফকিরহাট থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর সুতালড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত কবির বয়াতী মোরেলগঞ্জ উপজেলার বারইখালী ইউনিয়নের উত্তর সুতালড়ী গ্রামের আ. সত্তার বয়াতীর ছেলে। তার বিরুদ্ধে মোরেলগঞ্জ ও ফকিরহাট থানায় ৩টি ডাকাতিসহ বিভিন্ন অপরাধে ১৮টি মামলা রয়েছে। একটি হত্যা মামলায়ও সে চার্জশীটভূক্ত আসামি।
জানাগেছে, গত ৩১ মে গভীর রাতে বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. মহিবুল হকের ফকিরহাট উপজেলার লখপুর গ্রামের বাড়ি ও তার চাচাতো ভাই শহিদুল হক সাবুর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগদ ২লক্ষ ৪০ হাজার টাকা ও দুই ভরি স্বর্ণালংকারসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল হাতিয়ে নেয়। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে ফকিরহাট থানার ওসি মো. আলিমুজ্জামান জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন