শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

করতোয়া খনন দাবিতে মানববন্ধন

পার্বতীপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৫ জুন, ২০২২, ১২:০২ এএম

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় করতোয়া নদীতে পানি উন্নয়ন বোডের বাস্তবায়নে সিএস ও এসএ রেকর্ড মোতাবেক নদী খননের দাবিতে মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার সড়কে করতোয়া নদী খনন বাস্তবায়ন কমিটি মানববন্ধনের আয়োজন করে। অংশ নেয় নদী পাড়ের আটরাই গ্রামের শতাধিক কৃষক। বক্তব্য রাখেন নদী খনন বাস্তবায়ন কমিটির আহবায়ক মো. শাহনেওয়াজ, মুক্তিযোদ্ধা আকবার আলী, মোস্তাকিম সরকার, মনছার আলী, মোসলেম উদ্দিন, সাদেকুল ইসলাম, জাকারিয়া, ইসমাইল হোসেন ও আহম্মেদ আলীসহ বিভিন্ন স্তরের ক্ষতিগ্রস্থ কৃষক। ক্ষতিগ্রস্থরা বাংলাদেশ নদী রক্ষা কমিটির চেয়ারম্যান ড. মজিবুর রহমান হাওলাদারের বরাত দিয়ে বলেন যে, রেকডের ভিত্তিতেই মরা নদীগুলো খনন করা হবে। এই ঘোষণা দিয়েছেন নদী রক্ষা কমিটির চেয়ারম্যান নিজেই। বক্তারা জানান, মরা করতোয়া খননের আওতায় প্রায় ৫শ’ কৃষক ক্ষতিগ্রস্থ হচ্ছে এবং নষ্ট হচ্ছে জমির পরিমান দাড়াচ্ছে প্রায় ৬০-৭০ একর। যার গোটা অংশই আবাদি জমি। বেশ কিছুদিন ধরে এ এলাকায় নদী খননের কাজ চলছে এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষকের জমি এমনটাই বক্তব্য তুলে ধররেন মানববন্ধনে উপস্থিত প্রতিবাদী কৃষকরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন