শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

ভান্ডারিয়ায় ২ ট্রাকসহ সাড়ে ৩ হাজার কেজি জাটকা আটক

ভান্ডারিয়া (পিরোজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ২টি ট্রাকসহ ৩ হাজার ৫০০ কেজি জাটকা আটক করেছে বরিশাল র‌্যাব-৮। গত রোববার ডিএডি আ. রহিমের নেতৃত্বে র‌্যাব ৮-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভা-ারিয়া উপজেলার চরখালী ফেরিঘাট নামক স্থান থেকে ঢাকা-মেট্র-ট-১৪৯২১৪ ও ঢাকা মেট্র- ১৪৫৯৮২ নম্বরের ট্রাক দুটিকে চ্যালেঞ্জ করে ককসিটের ভেতরে বরফে রক্ষিত জাটকা মাছসহ আটক করে ভা-ারিয়া উপজেলা পরিষদে নিয়ে আসে। পরে যাচাই-বাছাই করে ৩ হাজার ৫০০ কেজি জাটকা ইলিশ শনাক্ত করে তা উপজেলার বিভিন্ন এতিমখানা, হেফজোখানাসহ দরিদ্রদের মাঝে বিলি করে দেয়। এ সময় উপস্থিত ছিলেন ভা-ারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল কুদ্দুস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদার, মৎস্য কর্মকর্তা অনিল চন্দ্র দাশ, এব্যাপারে ছালাম হাওলাদার নামে একজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাক দুটি পাথরঘাটা থেকে ছেড়ে ঢাকার কাওরানবাজারের উদ্দেশে যাচ্ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন