শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

নলছিটিতে বিচার দাবিতে মানববন্ধন

নলছিটি (ঝালকাঠি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০২ এএম

ঝালকাঠির নলছিটিতে মোটরবাইক শ্রমিকলীগের সভাপতিসহ তার পরিবারের সদস্যদের কুপিয়ে আহত কারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। গতকাল রোববার সকালে উপজেলা পরিষদ গেট সম্মুখে এ মানববন্ধন করেন মোটরবাইক শ্রমিক ও স্থানীয় সাধারণ। এসময় মোটরবাইক শ্রমিক লীগের সভাপতি ইমরান হাওলাদারের ভাই রাসেল হাওলাদার বলেণ, ইদ্রিস হাওলাদার ও শহিদ হাওলাদারসহ দশ থেকে বার জন গত ৩০ মে রাতে আমাদের বসত ঘরের জানালা কেটে ডাকাতির উদ্দেশ্যে আমাদের ঘরে প্রবেশ করে, এসময় আমরা তাদের চিনে ফেলায় তারা আমার ভাই ইমরান হাওলাদার, তার স্ত্রী ও আমার বাবাকে কুপিয়ে গুরুত্বর জখম করে। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, মোটরবাইক শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার ও বাদশাহ হাওলাদার প্রমুখ। এসময় মটরবাইক শ্রমিকসহ অসংখ্য মানুষজন মানববন্ধনে অংশগ্রহন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন