শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

রায়পুরে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

রায়পুর (লক্ষ্মীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ জুন, ২০২২, ১২:০২ এএম

লক্ষ্মীপুরের রায়পুরে জমি সংক্রান্ত বিরোধে মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি, অপপ্রচার এবং বিভিন্ন অনলাইন পোর্টাল ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। গতকাল রোববার দুপুরে রায়পুর পৌর শহরের এক রেস্টুরেন্টে মো. মিরাজ হোসেনের আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে রায়পুর উপজেলার পশ্চিমচরপাতা মজুমদার বাড়ির আব্দুর রব মজুমদারের ছেলে ভুক্তভোগী মো. মিরাজ হোসেন জানান, তাদের একই বাড়ির মৃত আব্দুল মান্নানের পরিবারের সাথে সাড়ে ১৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল এবং যার মামলা আজও বিজ্ঞ আদালতে বিচারাধীন। তারই ধারাবাহিকতায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রচার করে সমাজে অপপ্রচার চালিয়ে সুনামক্ষুন্ন করার চেষ্টা চালাচ্ছে মৃত আব্দুল মান্নানের স্ত্রী শাহানারা বেগম ও তার ছেলে সোহেল। তাদের এমন অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সত্য সংবাদ প্রচারের সবিনয় অনুরোধ জানান মিরাজ। অপপ্রচারের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও উপস্থিত সাংবাদিকদের অবহিত করেন ভুক্তভোগী মো. মিরাজ হোসেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন