মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা জেলার বিভিন্ন এলাকার পাকা, আধাপাকা রাস্তা-ঘাটগুলোর বেহাল অবস্থা। লোকজন চলাচল খুবই দুর্ভোগ। উপজেলার বাউসিয়া, ইমামপুর ও হোসেন্দী ইউনিয়নে রাস্তা-ঘাটের দুরবস্থা দেখা যায়।
বাউসিয়া ইউনিয়নের মধ্য বাউসিয়া বাস স্টেশন হতে পোড়াচক বাউসিয়া নদীরপাড় পর্যন্ত পাকা রাস্তা চলাচলে অনুপযোগী হয়ে পড়ছে। রাস্তার প্রায় জাগায় গর্ত সৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি আসলে পানি জমে সয়লাব হয়ে যায়। ৪ বছর আগে রাস্তাটির সংস্কার করা হলে ও আজো পর্যন্ত মেরামতের কোন খবর নেই। প্রতিদিনের গাড়ির চাকার ঘষায় পিস খসে পড়ছে।
স্থানীয় অটোচালক ডালিম, জয়নাল বলেন, আর কষ্ট সহ্য হয় না। যাত্রীরা গাড়িতে উঠতে চায় না। রোজগার কমে গেছে। সংসার চালানো কষ্টকর। কবে হবে মেরামত।
এ ব্যাপারে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশলী মো. ইসতিয়ার আহমেদ বলেন, রাস্তারটির মেরামতের সময় হয়ে গেছে। আমরা প্রয়োজনীয় কাগজপত্র অধিদপ্তরে পাঠিয়েছি। আশা করি বেশি দিন লাগবে না।
ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি ও গজন সরকার কালিপুর গ্রামের দু’টি রাস্তাই খানখন্দে সয়লাব। রাস্তার পাশের পিচ ও মাটি সরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ছে। ভবেরচর বাজারের রাস্তাটিও বেহাল অবস্থা। বাজারে অবস্থিত এনআরবি ব্যাংকের ব্যবস্থাপক ফেরদৌস আহমদ বলেন, রাস্তার কথা বলে শেষ নেই। সামান্য বৃষ্টি হলেই রাস্তা টইটম্বুর হয়ে যায়। অনেক গ্রহকরা ব্যাংকে আসতে অনীহা প্রকাশ করে। আর বাজারে ক্রেতা-বিক্রেতার দুর্ভোগতো আছেই।
উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে বড়ইকান্দি ভাটেরচর পর্যন্ত রাস্তাটির একই অবস্থা। রাস্তাগুলোর মেরামত অতি জরুরি বলে দাবি করছেন এলাকাবাসী।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন