বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

দুধ শিশুর শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা

বুড়িচং (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১২:০২ এএম

দুধ শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করে। পুষ্টিতে চাই খাঁটি দুধ। শিশুদের যথাযথ মেধা মনন বিকাশে খাঁটি দুধের বিকল্প নাই। শক্তি বৃদ্ধি শরীর চাঙা রাখতে শিশু ও অন্যান্যদের পর্যাপ্ত পরিমাণ খাঁটি দুধ খেতে হবে। উপরোক্ত কথাগুলো বলেন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. নজরুল ইসলাম। তিনি গতকাল বিশ^ দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ উপলক্ষে কুমিল্লার বুড়িচংয়ের ভবেরমুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত নিরাপদ খাদ্য ও পুষ্টিবিষয়ক আলোচনা সভা, টিশার্ট বিতরণ ও দুধ পান কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। দুগ্ধ সপ্তাহে এবারের প্রতিপাদ্য বিষয় ছিল- পরিবেশ পুষ্টি ও আর্থিক ক্ষমতায়নে টেকসই দুগ্ধ শিল্প। এসময় শতাধিক শিশুর মাঝে টি-শার্ট ও তরল দুধ বিতরণ করা হয়। বুড়িচং উপজেলা নির্বাহী অফিসার হালিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম, বুড়িচং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ইসরাত জেরীন, জেলা ডেইরি এসোসিয়েশনের সভাপতি মো. ফরহাদ হোসেন, সাধারণ সম্পাদক আবদুল আজিজ। অনুষ্ঠানের সার্বিক দায়িত্বে ছিলেন আইয়ান- মিহান ডেইরি ফার্ম ও পিওর প্রোটিন সাপ্লাইয়ার্সের স্বত্ত্বাধিকারী ও বুড়িচং উপজেলা ডেইরি এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. খাইরুল বাশার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন