বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

এফবিসিসিআই সভাপতির সাথে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ৭:১১ পিএম

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা তাসনিম মুনা।
 
হাইকমিশনার জানান, ব্রেক্সিট পরবর্তী সময়ে যুক্তরাজ্য পণ্যের সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে। তাই এখনই দেশটির মূল ধারার পণ্যবাজারে সংযুক্ত হবার জন্য বাংলাদেশের জন্য সূবর্ণ সময়।
 
এসময় বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে আরো জোরদার করতে এ সংক্রান্ত সমস্যা ও সম্ভাবনা নিয়েও কথা বলেন তারা।
এফবিসিসিআইর সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, সহ-সভাপতি এম এ মোমেন, মোঃ আমিন হেলালী, মোঃ হাবিব উল্লাহ ডন, এম এ রাজ্জাক খান, পরিচালকবৃন্দ ও মহাসচিব  মোহাম্মদ মাহফুজুল হক উপস্থিত ছিলেন।
 
সাক্ষাৎ শেষে এফবিসিসিআইর মুজিব কর্ণার পরিদর্শন করেন হাই কমিশনার ও ভিজিটরস বুকে স্বাক্ষর করেন।
 
 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন