মীরসরাই (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা : মীরসরাই উপজেলার বারইয়াহাট বাজারে রোববার রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় উপজেলার বারইয়াহাট বাজারে ব্যবসায়ী ভাড়াটিয়া ও মালিকপক্ষের সংঘর্ষে অন্তত ৫ জন আহত হয়েছে। দফায় দফায় পুলিশ অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উক্ত ঘটনায় জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এ ঘটনায় ৩ জনকে আটক করে গতকাল সোমবার জেল হাজতে প্রেরণ করেছে। জানা যায়, গত রোববার রাত ৯টায় উপজেলার বারইয়াহাট বাজারে রড সিমেন্টের দোকানদার তাজমহল ট্রেডার্সের মালিক নাছির উদ্দিন সবুজের কাছে ভাড়ার বিষয়ে মালিক হাজী নুরুল আলমের সাথে বাক-বিতন্ডার এক পর্যায়ে স্থানীয় অপর ব্যবসায়ী ও যুবলীগ নেতা কেফায়েত উল্লাহ এসে নাছির উদ্দিনের সাথে ধাক্কাধাক্কির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এসময় ব্যবসায়ী, যুবলীগ ও মালিকপক্ষ মিলে ত্রিমুখী সংঘর্ষ বেধে গেলে লোহার রড ও লাঠিসোটা দিয়ে ব্যবসায়ী নাছির উদ্দিনকে পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে পাঠালে রাত ১০টায় সেখানে ও কিছু যুবলীগ কর্মী বাধা দিলে বেধে যায় সংঘর্ষ। অবশেষে পুলিশের হস্তক্ষেপে নাছির উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রেরণ করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন