শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

কালিগঞ্জে গৃহবধূর মৃত্যু নিয়ে ধূম্রজাল

স্বামী আটক

কালিগঞ্জ (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০৩ এএম

সাতক্ষীরার কালিগঞ্জের পল্লীতে গৃহবধূর মৃত্যু নিয়ে ধ্রুমজালের সৃষ্টি হয়েছে। হত্যা না আত্মহত্যা এনিয়ে এলাকায় রয়েছে নানান গুঞ্জন। পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল শেষে মর্গে প্রেরণ করেছেন। এঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী মাহমুদুল হাসানকে আটক করেছেন। জানা যায়, উপজেলার দক্ষিণ শ্রীপুর গ্রামে সাহিদা খাতুন হাসি (২০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করে গলায় ওড়না পেঁচিয়ে ঝুলিয়ে আত্মহত্যার গুজব ছড়ানোর অভিযোগ উঠেছে। ঘটনাটি গত বৃহস্পতিবার সকালে দ.শ্রীপুর ইউপির সোনাতলা গ্রামের মোবারক আলী মাস্টারের বাড়িতে ঘটেছে। নিহত গৃহবধূ সোনাতলা গ্রামের মাহামুদুল হাসানের স্ত্রী ও বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামের আমিরুল ইসলাম মোড়লের কন্যা। পারিবারিক কলহের জের ধরে নিজ বাড়ির গোসলখানায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার দাবি করলেও লাশের কান ও মুখ দিয়ে রক্তক্ষরণ এবং শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহৃ পাওয়া গেছে। থানার ওসি মো. হালিমুর রহমান স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী মাহমুদুল হাসানকে আটক করেন। এছাড়া জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নিয়ে আসা হয়েছে হাসির শ্বশুর ও শাশুড়িকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন