শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বিরামপুরে ইসলামী ব্যাংকে ডাকাতির চেষ্টা

প্রকাশের সময় : ১৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

বিরামপুর (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : দিনাজপুরের বিরামপুর ইসলামী ব্যাংক শাখায় রোববার রাত ৩টার দিকে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অল্পের জন্যে বেঁচে গেছে ভল্টে রাখা কয়েক কোটি টাকা। জানা যায়, রাত আড়াইটার দিকে ৭/৮ জনের অস্ত্রধারী ডাকাত দল ব্যাংকের জানালার গ্রীল কেটে ভিতরে প্রবেশ করে। সিকিউরিটি গার্ড আব্দুল্লাহ আনসারী ও গার্ড মোস্তাফিজুর রহমানকে বেধড়ক মারপিট করে হাত-পা বেঁধে অস্ত্র মাথায় ঠেকিয়ে রাখে এবং তাদের কাছ থেকে মূল গেটের চাবি নিয়ে গেট খুলে ক্যাটার গ্যাস সিলিন্ডার ব্যাংকের ভিতর ঢুকে নিয়ে টাকার ভল্টের প্রথম ও দ্বিতীয় দরজা ভেঙে সিন্দুকের নিকট প্রবেশ করে। এ সময় ব্র্যাঞ্চ এর্লাট রেড সিগনাল পেয়ে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখা ম্যানেজারের কাছ ব্যাংক ডাকাতির সংবাদ জানান। খবর পেয়ে শাখা প্রধান হারুন-উর রুশিদ থানা পুলিশকে জানালে পুলিশ ব্যাংকের চারদিক ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল পালিয়ে যায়। এ সময় তাদের গ্যাস ভর্তি সিলিন্ডার দু’টি ব্যাংকে ফেলে যান। ব্যাংকের সকল সিসি ক্যামেরা ভাঙচুর করে শাখা প্রধানের চেম্বার থেকে নিয়ন্ত্রিত সিসি ক্যামেরার কম্পিউটারের হার্ডিস্ক ভেঙ্গে নিয়ে যায়। প্রায় ৩ ঘণ্টাব্যাপী ব্যাংকে ডাকাতির ঘটনায় এলাকার জনমনে প্রশ্ন দেখা দেয়। এ বিষয়ে রংপুর বিভাগীয় প্রধান এক্সিটিভ ভাইস প্রেসিডেন্ট শহিদুল্লাহ জানান, ভোর ৪টা ৪০ মিনিটে বিরামপুর ইসলামী ব্যাংকের টাকার ভল্ট ভাঙ্গা ও ডাকাতির ঘটনা মোবাইলে ম্যাসেজ পাওয়া মাত্রই তিনি ঘটনাস্থলে রওনা দিয়েছেন। ব্যাংকের শাখা প্রধান হারুন-উর রুশিদ জানিয়েছেন, সিসি ক্যামেরার কম্পিউটারের হার্ডিস্ক ভেঙে কিছু ক্ষতি করলেও কোন নগদ টাকা নিয়ে যেতে পারেনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন