শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

ওজনে কম দেয়ায় ডিলারশিপ বাতিল

সৈয়দপুর (নীলফামারী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

সৈয়দপুরে গতকাল মঙ্গলবার ১০ টাকা কেজি দরের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে বোতলাগাড়ী ইউনিয়নের মেসার্স আব্দুল মালেক ট্রেডার্স-এর ডিলারশিপ বাতিল করা হয়েছে। জানা যায়, বোতলাগাড়ী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের ডিলার নিয়োগ করা হয় মেসার্স আব্দুল মালেক ট্রেডার্স-এর স্বত্বাধিকারী আব্দুল মালেককে। গতকাল মঙ্গলবার সকালে ৫ ও ৬ নং ওয়ার্ডের ৪৬৮ জন কার্ডধারীকে ৩০ কেজি হারে চাল দেয়ার কথা। কিন্তু ওই ডিলার প্রত্যেক কার্ডধারীকে ৩ থেকে ৪ কেজি হারে চাল কম দিতে থাকে। সকাল থেকে ১০৯ টি কার্ডের চাল কম দেয়ায় বিষয়টি সকলের নজরে আসে।সরেজমিন এলাকা ঘুরে দেখো গেছে, বাইরে নারী পুরুষ কার্ড নিয়ে ঘোড়া ফেরা করছে। ডিলারের গুদামে ছেঁড়া বস্তার চাল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রেজওয়ানুল হক। তিনি ছেঁড়া বস্তার কথা স্বীকার করেন। নিয়ম অনুসারে প্রতিটি কার্ডধারীকে ৩০ কেজির একটি করে বস্তা দেয়ার কথা।৫ নং ওয়ার্ডের কাঙ্গালপাড়া গ্রামের মহির উদ্দিনের পুত্র আফসার জানান, বাড়িতে নিয়ে গিয়ে দেখি আড়াই কেজি চাল কম। গত মাসেও প্রায় তিন কেজি কম দেয়া হয়ে ছিলো। একই অভিযোগ করেন প্রামাণিক পাড়ার সফিউদ্দিনের পুত্র সাগর, কুঠিপাড়ার আজানুল হক, পাঠান পাড়ায় বৃদ্ধ তবার খান। চালের ডিলার আব্দুল মালেক জানান, বস্তা ছেঁড়া থাকার কারণে চাল কম হতে পারে। কম হলে তাদের পূরণ করে দেব। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মো: মুসা জঙ্গী জানান, চাল কম দেয়ার অভিযোগের প্রেক্ষিতে সরেজমিন এলাকা পরিদর্শন করে উক্ত ডিলারের লাইসেন্স বতিল করা হয়।  

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন