শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

রাস্তা বন্ধ করার প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুরে শতাধিক পরিবারের প্রায় শত বছরের পুরনো রাস্তা বন্ধ করার প্রতিবাদে এলাকাবাসী এক ঘণ্টা মানববন্ধন করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বরমী ইউনিয়নের পোষাইদ এলাকার শত শত জনগণ বন্ধ রাস্তার পাশে হাজী ছায়েদ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাঁড়িয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। জানা যায়, বরমী ইউনিয়ন পরিষদের প্রকল্পভুক্ত শত বছরের পুরনো ওই রাস্তাটি দিয়ে পোষাইদ গ্রামের শতাধিক পরিবারের লোকজন চলাচল করত। সম্প্রতি ওই এলাকার বাচ্চু মিয়ার নেতৃত্বে কতিপয় প্রভাবশালী ব্যক্তিস্বার্থে রাস্তাটি বন্ধ করে দিয়ে বাড়ি নির্মাণ শুরু করে। এ ব্যাপারে এলাকাবাসী স্থানীয় চেয়ারম্যানের কাছে লিখিত অভিযোগ দিলে চেয়ারম্যানের নেতৃত্বে একাধিকবার রাস্তাটি চলাচলের উপযোগী করার চেষ্টা করে ব্যর্থ হয়। স্থানীয়রা অভিযোগ করে বলেন, এলাকাবাসীর চলাচল, ছাত্র-ছাত্রীদের স্কুলে যাতায় ও বিভিন্ন পণ্য পরিবহন করার জন্য এটিই তাদের একমাত্র রাস্তা। রাস্তা বন্ধ করে তার ওপর  ঘর নির্মাণ করায় ওই পথে জনসাধারণের চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিকল্প রাস্তা না থাকায় আধা পাকা ধানক্ষেত কেটে বিকল্প পথে চলতে হচ্ছে গ্রামবাসী ও ছাত্র-ছাত্রীদের। মানববন্ধনকারীরা অবিলম্বে তাদের এলাকার জনগণের চলাচলের একমাত্র রাস্তাটি খুলে দিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
ফ্লাইওভার থেকে অজ্ঞাত লাশ উদ্ধার
শ্রীপুরে সোমবার রাতে হাইওয়ে থানা পুলিশ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা ফ্লাইওভারের ওপর থেকে অজ্ঞাত যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। স্থানীয়দের ধারণা, অন্ধকারাচ্ছন্ন ফ্লাইওভারের ওপর কে বা কারা লাশ ফেলে যায়। লাশের ওপর দিয়ে একের পর এক যানবাহন চলাচল করায় লাশটি ছিন্নভিন্ন হয়ে রাস্তার সাথে মিশে যায়। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে মাওনা হাইওয়ে থানা পুলিশ লাশ খ-াংশ উদ্ধার করে। মাওনা হাইওয়ে থানার ওসি হাফিজুর রহমান জানান, নিহত যুবকের মুখম-ল ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় পরিচয় পাওয়া যায়নি। তার পরনে ছিল কালো রঙের প্যান্ট ও গেঞ্জি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন