শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মির্জাগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ সংঘর্ষে আহত -৫

মির্জাগঞ্জ(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জুন, ২০২২, ৭:০০ পিএম

 পটুয়াখালীর মির্জাগঞ্জে বিরোধপূর্ণ জমিতে ঘর তোলাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন মহিলা আহত হয়েছেন।

সোমবার (১৩ জুন) দুপুর দেড় টার দিকে উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
আহতরা হলেন- আনোয়ারা বেগম (৫০), আমেনা বেগম (৪০), সোনিয়া বেগম (৩০), বিবিসন বিবি (৯০) ও হাফিজা বেগম (৩০)।
এদের মধ্যে গুরুতর আহত হাফিজা বেগমকে বরিশাল শেই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, একখ- জমি নিয়ে ফোরকান মোল্লা ও একই এলাকার ওয়াজেদ খানদের মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে আদালতে মামলা চলমান রয়েছে। ওই জমিতে সোমবার সকালে পৈত্রিক সূত্রে দাবিদার ওয়াজেদ খান (৬৫) তার লোকজন নিয়ে ঘর তুলতে যায়। এ সময় প্রতিপক্ষ ফোরকান মোল্লা (৪২) তার লোকজন নিয়ে বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে ওয়াজেদ খান পক্ষে ৪ জন এবং ফোরকান মোল্লা গ্রুপে ১ জনসহ মোট ৫ জন আহত হয়।
মির্জাগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. হুমায়ুন কবির জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে কয়েকজন আহত হওয়ার খবর শুনেছি। তবে এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন