বাংলাদেশ রেলওয়ে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, লালমিনরহাট ও পাকশী ডিভিশনের আয়োজনে স্টেশন মাস্টারদের দাবি-দাওয়ার এক বিশেষ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে প্লাটফর্মে স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়নের আয়োজিত মাস্টারদের বিশেষ সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর রেলওয়ে স্টেশন মাস্টার শওকত আলী। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মোকছেদুল মোমিন, চেয়ারম্যান সৈয়দপুর উপজেলা পরিষদ ও সভাপতি (ভারপ্রাপ্ত) আ.লীগ সৈয়দপুর উপজেলা শাখা এবং প্রধান উপদেষ্টা, বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি।
সভায় অশোক কুমার চক্রবর্তী আহ্বায়ক পাকশী বিভাগ স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, এ বি এম জিয়াউর রহমান, সদস্য সচিব লালমনিরহাট স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, রেজাউল করিম সজল, সদস্য সচিব, পাকশী বিভাগ স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন, শুভ্র কান্তি বিজয়, সিনিয়র সহ-সভাপতি, রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটি ও পয়েন্টস ম্যান ইলিয়াস আলীসহ বিভিন্ন স্তরের সদস্যবৃন্দ।
অনুষ্ঠানটি সঞ্চালায় ছিলেন, জয়ন্ত চক্রবর্তী, স্টেশন মাস্টার নীলফামারি। স্টেশন মাস্টার ও কর্মচারী ইউনিয়ন নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, শ্রম আইন অনুযায়ী ৮ ঘণ্টা ডিউটি রোস্টার, হলিডে ও নাইট ডিউটি ভাতা প্রদান, বেতন বৈষম্য দূরকরণ, নিয়োগ বিধি-২০২০ সংশোশিকরণ, আটকে থাকা প্রমোশন দ্রুত চালু করাসহ অন্যান্য সমস্যবলি দূরকরণের আহবান জানান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন