ময়মনসিংহে আষাঢ়ের তৃতীয় দিনের দিনভর বৃষ্টিপাতের মধ্যে পৃথক পৃথক ঘটনায় তিন উপজেলায় ছয় জন নিহত হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দুপুরে জেলার সদর, নান্দাইল ও ধোবাউড়া উপজেলায় এই বজ্রপাতের ঘটনা ঘটে।
এর মধ্যে নান্দাইল উপজেলায় ৩ জন, সদর উপজেলায় ২ জন এবং ধোবাউড়া উপজেলায় আরও একজন নিহত হয়েছে।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, বজ্রপাতে দুই কৃষক নিহত হয়েছে। তারা হলেন- সদর উপজেলার দড়ি কুষ্টিয়া ইউনিয়নের দড়ি কুষ্টিয়া গ্রামের কৃষক বাক্কার হোসেন ও জাহাঙ্গীর হোসেন।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ জানান, উপজেলার গাঙ্গাইল ইউনিয়নের কংকরহাটি গ্রামের তিন শিশু বজ্রপাতে নিহত হয়েছে।
তারা হলেন- ওই গ্রামের শহীদুল্লাহর ছেলে সাঈদ মিয়া (১২), হাদিস মিয়ার ছেণে স্বাধীন মিয়া (১১), বিল্লাল হোসেনের ছেলে শাওন (৮)।
এছাড়াও বজ্রপাতে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় আরও এক যুবক নিহত হয়েছে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান।
নিহতের নাম আবু সাঈদ(৩২)। বৃষ্টির সময় সে বাড়ির পাশে ছেলেকে নিয়ে নৌকা দিয়ে কারেন্ট জাল দিয়ে মাছ ধরতে যায়। এই সময় বজ্রপাত হলে নৌকা থেকে পড়ে যায় আবু সাইদ।
পরে ছেলের ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন