১৬ জুন সংবাদপত্রের কালোদিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি) এক আলোচনা সভার আয়োজন করে। এতে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি’র কেন্দ্রীয় নেতা ডা. মাজহারুল আলম বলেছেন, সাংবাদিকদের দমন-পীড়ন, নির্যাতন ও সংবাদপত্রের স্বাধীনতা হরণ ৭৫’র বাকশালী চরিত্রেরই বহিপ্রকাশ। তিনি সরকারের তোষামোদকারী সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আজ আপনারা যারা সংবাদপত্রের কালো দিবসকে ভুলে যাচ্ছেন তারা তাদের অস্তিত্বকেই ভুলে যাচ্ছেন। গত বৃহস্পতিবার গাজীপুরে জেইউজি আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেইউজি’র সভাপতি দেলোয়ার হোসেন। সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর জেলা সম্মিলিত পেশাজীবী পরিষদের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম। বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মদলের কেন্দ্রীয় সদস্য সচিব রায়হান আল মাহমুদ রানা, সাংবাদিক নেতা শেখ আজিজুল হক, সামছুল হুদা লিটন, এসএম হাবিবুর রহমান হাবিব, অধ্যক্ষ হুমায়ুন কবির, অধ্যাপক আসাদুজ্জামান আকাশ, গাজীপুর সদর জিয়া পরিষদ নেতা মাফিকুর রহমান সেলিম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন