লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় পাইপলাইনের মাধ্যমে গ্যাস সংযোগ, রেললাইন স্থাপন, শিল্প ও কারখানা প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকালে রামগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে সাবেক কর কমিশনার ও বীর মুক্তিযোদ্ধা সুলতান মাহমুদের নেতৃত্বে শতাদিক এলাকাবাসী মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা ও সাবেক বিভাগীয় কর কমিশনার সুলতান মাহমুদ বলেন, ৭১-এর পরাজিত দেশদ্রোহীরা আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দিচ্ছে। পদ্মা সেতু নির্মাণ নিয়ে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানকে বানচালের ষড়যন্ত্রে লিপ্ত একটি শ্রেণি। বাংলাদেশ আ.লীগ, ছাত্রলীগ, যুবলীগসহ এ দেশের আপামর জনতা দেশবিরোধী সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিবে। মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগ নেতা আবু তাহের পাটোয়ারী, গোলাম মোস্তফা ভূইয়া, উপজেলা যুবলীগ নেতা আহম্মেদ রাজু, সাবেক ছাত্রলীগ নেতা কামরুল ইসলাম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন