শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

সিংড়ায় বিএনপির দুই নেতা গ্রেফতার

সিংড়া (নাটোর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ জুন, ২০২২, ৫:৫৬ পিএম

নাটোরের সিংড়ায় ২০১৮ সালের একটি বিস্ফোরক মামলায় বিএনপির দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববাার (১৯ জুন) নিজ নিজ বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, সিংড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রিয়াদ মোস্তফা অপরজন পৌরসভার ৭নং ওয়ার্ড বিএনপিসাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তাঁরা দুজনই পৌর শহরের নিংগইন গ্রামের বাসিন্দা।

জানা যায়, ২০১৮ সালের ২০ ডিসেম্বর হাতিয়ান্দহ ইউনিয়ন আওয়ামী লীগের তৎকালীন সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম আজাদ সিংড়া উপজেলা বিএনপির ১৩০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ৩৫০ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করে। সেই মামলায় পরোয়ানাভূক্ত দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন, ২০১৮সালের একটি মামলায় আদালতের পরোয়ানাভূক্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন