ঈশ্বরগঞ্জে নিখোঁজের এক মাস পর লাকী আক্তার (১৩) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজার এলাকায় এক বাসা থেকে তাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়নের রামপুর গ্রামের মো: নজরুল ইসলামের মেয়ে উচাখিলা স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী লাকী আক্তার প্রায় এক মাস আগে স্কুলে আসার পথে নিখোঁজ হয়। আত্মীয়স্বজন ও পাড়া প্রতিবেশীদের বাড়িতে খোঁজ নিয়ে না পাওয়ায় গত ২০ নভেম্বর লাকী আক্তারের বাবা নজরুল ইসলাম ঈশ্বরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত ৩টায় পার্শ্ববর্তী গৌরীপুর উপজেলার কলতাপাড়া বাজারের একটি বাসা থেকে লাকী আক্তারকে উদ্ধার করেন। ওই সময় অপহরণকারীরা পালিয়ে যায়। বিষয়টি নিয়ে ঈশ্বরগঞ্জ থানার (ওসি) তদন্ত রুহুল আমিন তালুকদার জানান, সাধারণ ডায়েরির সূত্র ধরে নিখোঁজ স্কুল ছাত্রীকে পার্শ্ববর্তী গৌরিপুর উপজেলার কলতাপাড়া বাজারের একটি বাসা থেকে উদ্ধার করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন