শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

সড়ক দুর্ঘটনায় নিহত

ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী পৌর শহরের নিমতলা মোড় নামক স্থানে গত মঙ্গলবার দুপুরে পণ্যবাহী ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী আরমান আলী (২৫) নিহত হয়েছেন। নিহত আরমান আলী উপজেলার পৌর শহরের চকচকা গ্রামের মো. ইনছার আলীর  ছেলে। স্থানীয়রা জানান, দিনাজপুর থেকে ছেড়ে আসা একটি পণ্যবাহী ট্রাকের সাথে তাদের মোটরসাইকেল মুখোমুখী সংঘর্ষে মো. আরমান আলী (২৫) ও পশ্চিম গৌরীপাড়া গ্রামের কেরু মিয়ার ছেলে আবু বক্কর সিদ্দিক (১৩) গুরুতর আহত হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত আরমান আলীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে পথেই আরমান আলী মারা যান। ফুলবাড়ী থানা সূত্রে জানা যায়, নিহত আরমান আলী ও আবু বক্কর সিদ্দিক উভয়েই একটি মোটরসাইকেলে দিনাজপুর-ঢাকা মহাসড়কের নিমতলা মোড়ে আড়া আড়ি পার হওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনাটি ঘটে। ঘাতক ট্রাকটি আটক করেছে পুলিশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন