শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

বসতঘরে অজগর

বাগেরহাট জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২১ জুন, ২০২২, ১২:০২ এএম

বাগেরহাটে এক দিনের ব্যবধানে বসতবাড়ি থেকে আবারও অজগর সাপ উদ্ধার করেছে বনবিভাগ। গতকাল সোমবার সকালে মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের মাদুরপাল্টা গ্রামের শংকর মল্লিকের বাড়ি থেকে অজগর সাপটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সাপটি ৭ফুট লম্বা ও ওজন ৫ কেজি। স্থানীয়রা জানান, সাপটি বাড়ির ভেতরে দেখতে পেয়ে জিউধরা স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদীরকে মোবাইলে অবহিত করলে তিনি এসে সাপটি উদ্ধার করেন। পরে আমরবুনিয়া টহল ফাঁড়িতে সাপটি অবমুক্ত করেন। পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদির বলেন, খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই এবং স্থানীয়দের সহযোগিতায় সাপটিকে বাড়ি থেকে উদ্ধার করে আমরবুনিয়া টহল ফাঁড়ির বনের ভেতরে অবমুক্ত করি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন