রাজাপুরের ২নং শুক্তাগড় ইউপি চেয়্যারম্যান বিউটি সিকদার বিরুদ্ধে সংরক্ষিত মহিলা সদস্য’কে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। রাজাপুর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও ঝালকাঠি নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার লাইজুর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত নারী ইউপি সদস্য ও ওয়ার্ড আ.লীগ নেত্রী লাভলী আক্তার। তিনি গত ১৯ জুন দুপুরে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা আক্তার লাইজুর কার্যালয়ে হাজির হয়ে অভিযোগপত্র হাতে তুলে দেন। এ সময় রাজাপুর উপজেলা নারী ফোরাম নেত্রীবৃন্দ ও বিভিন্ন ওয়ার্ডের নারী ইউপি সদস্য’রা উপস্থিত ছিলেন। লাভলী আক্তার অভিযোগে বলেন, ২নং শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার নির্বাচিত হওয়ার পর থেকেই পরিষদে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছে। তিনি কোন কিছু তোয়াক্কা করে না এবং কোনো বিষয়ে ইউপি সদস্যদের মতামত গ্রহন করেন নি। কিছু জানতে চাইলে সে আমাদের সাথে খারাপ আচরণ করে। আমি তার খারাপ আচরণের প্রতিবাদ করলে সে আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করে ও পায়ের জুতা দিয়ে মাটির সাথে পিষে ফেলাসহ বিভিন্ন হুমকি দেয়। অভিযোগপত্র প্রাপ্তির কথা স্বীকার করে নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক আফরোজা আক্তার লাইজু বলেন, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ইসরাত জাহান সোনালির কাছে অভিযোগ পত্রটি পাঠাবো, তিনি প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন। এ ব্যাপারে ২নং শুক্তাগড় ইউপি চেয়ারম্যান বিউটি সিকদার বলেন, আমার বিরুদ্ধে আনিত অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। রাজনৈতিকভাবে আমাকে হেও প্রতিপন্ন করার জন্য তারা এ ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ ঘটনায় সংরক্ষিত নারী আসনের ইউপি সদস্যরা ফুঁসে উঠেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন