শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আনোয়ারায় হযরত শাহ মোহছেন আউলিয়ার ওরশ

আনোয়ারা (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২২ জুন, ২০২২, ১২:০১ এএম

লাখো ভক্ত ও আশেকের আল্লাহু আল্লাহু ধ্বনিতে উপমহাদেশের অন্যতম সুফি হযরত শাহ্ মোহছেন আউলিয়া (রহ.)-এর বার্ষিক ওরশ গত সোমবার চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বটতলী মাজার প্রঙ্গনে সম্পন্ন হয়েছে।
ওরশকে ঘিরে দেশ বিদেশ থেকে দলে দলে ভক্তরা গত রোববার বিকাল থেকে মাজারে আসতে শুরু করে।
সোমবার মাজারের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ওরশের নানা আয়োজন চলে। ভক্তরা মাজার শরীফে পবিত্র গোসল, কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির ও ত্ববারক বিতরণের মধ্যদিয়ে সম্পন্ন হয় ওরশ। ওরশের সার্বিক পরিচালনায় ছিলেন মাজার পরিচালনা কমিটির মোতাওয়াল্লি এস এম ফজলুল করিম, এস.এম জহিরুল ইসলাম, সদস্য সচিব মোহাম্মদ নেজাম উদ্দিন চৌধুরী মাসুদ ও হাবিবুর রহমান।
ওরশের সার্বিক নিরাপত্তার জন্য পুলিশ প্রশাসন ও নিরাপত্তা কর্মীরা নিয়োজিত ছিলেন।
জানা যায়, ১৩ শতকের দিকে ইয়েমেন থেকে পাথরে ভেসে সাগর পথে শাহ মোহছেন আউলিয়া (রহ.) চট্টগ্রামের আনোয়ারায় আসেন। এখানে অবস্থান করে তিনি দ্বীন প্রচারে মনোযোগী হন। দীর্ঘদিন তিনি ধর্মপ্রচারে সময় ব্যয় করেন। মৃত্যুর পর তাঁকে প্রথমে আনোয়ারা ঝিঁওরি গ্রামে দাফন করেন। সেখানে সঙ্খ নদীর ভাঙনের কবলে পড়লে বটতলী এলাকায় এনে হযরত শাহ মোহছেন আউলিয়া (রহ.) পুনরাই দাফন করা হয়।
প্রতি বছর ৬ আষাঢ় তার বার্ষিক ওরশ অনুষ্ঠিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন