পিরোজপুরের ইন্দুরকানীতে বখাটের উৎপাতে অতিষ্ঠ হয়ে স্কুলছাত্রী শর্মিলা আক্তার মীমের আত্মহত্যার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলার পত্তাশী বাজারে পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সকল ছাত্র-ছাত্রী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে অংশগ্রণ করেন। এ সময় বক্তব্য রাখেন, শিক্ষার্থী সুমাইয়া, সানজিদা অভিভাবক মো. হুমায়ুন কবির, শাহাদাৎ হোসেন রানা, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুমন হাসান প্রমুখ। তারা জানান, আত্মহত্যার প্ররোচনাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শান্তি দিতে হবে। উল্লেখ্য, গত বৃহস্পতিবার পত্তাশী জনকল্যান মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী শর্মিলা আক্তার মীম আত্মহত্যা করেন। এ ব্যাপারে মিমের বাবা বাদী হয় তানভীর মোল্লাকে প্রধান আসামি করে ৫ জনের বিরুদ্ধে ইন্দুরকানী থানায় মামলা করেন। মামলার পর থেকে আসামিরা আত্মগোপনে আছে। ইন্দুরকানী থানার ওসি মোঃ এনামুল হক জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন