শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

খেলাধুলা শরীর গঠনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ

সুবিদ আলী ভূঁইয়া এমপি

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জুন, ২০২২, ১২:০২ এএম

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি বলেছেন, খেলাধুলা শরীর গঠনের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ লেখাপড়ার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করে শরীর সুস্থ রাখতে হবে। তিনি গত শুক্রবার বিকেলে দাউদকান্দি হাইস্কুল মাঠ প্রাঙ্গনে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্য ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণকালে একথা বলেন। বিশেষ অতিথি ছিলেন ড. কামালউদ্দিন।
উপজেলা নির্বাহী অফিসার মহিনুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম নয়ন দাউদকান্দি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. নুরুল ইসলাম, কুমিল্লা উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি প্যানেল মেয়র রকিবউদ্দীন, এডভোকেট আখতারুজ্জামান লাবু প্রমুখ। ফাইনাল খেলায় বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টে নুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বরকোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট সাধারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সায়েস্তানগর সরকারি প্রাথমকি বিদ্যালয়ে ১-০ হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন