শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

বেলকুচিতে তাঁতি দলের সম্মেলন

বেলকুচি (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ১২:০২ এএম

সিরাজগঞ্জের বেলকুচিতে ধুকিরিয়া বেড়া ইউনিয়ন জাতীয়তাবাদী তাঁতিদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে কল্যানপুর মরহুম গোলাম মোস্তফা বাসভবনে জাতীয়তাবাদী তাঁতি দলের আয়োজনে দ্বি-বার্ষিক সম্মেলনটি সম্পূর্ণ হয়।
উপজেলা তাঁতি দলের সভাপতি শাহ আলম মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জাতীয়তাবাদী তাঁতি দলের কেন্দ্রয়ী কমিটির যুগ্ম-আহবায়ক গোলাম মওলা খাঁন বাবলু।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মন্ডল, উপজেলার বিএনপির সাবেক যুগ্ম-আহবায়ক আব্দুল মান্নান সরকার, উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান, যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, পৌর যুব দলের যুগ্মআহবায়ক হাফিজুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য মোশারফ হোসেন আকন্দ, জেলা ছাত্র দলের সহ-সভাপতি তারেক আরফান প্রমুখ।
সম্মেলনের কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে গঠিত দ্বি-বার্ষিক ধুকুরিয়াবেড়া ইউনিয়ন তাঁতি দলের কমিটিতে সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক রেজাউল করিমকে নির্বাচিত করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন