শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ৮

লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা: | প্রকাশের সময় : ২৮ জুন, ২০২২, ১২:০৩ এএম

নাটোরের লালপুর উপজেলার পদ্মা নদীর খেয়া ঘাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রপের সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। গত রোববার দুপুরে লালপুর কলোনীতে স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর ও তার প্রতিদন্দ্বী প্রার্থী আমিরুল ইসলাম আমবুর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো, সেন্টু (৩৭), আমিরুল ইসলাম ওরফে আমবু (৩৫), শামীম (৩৮), বিল্পব (৩৫), বকুল (৪০), খাইরুল (৪৫), রিফাত (১৭), ঝন্টু (৩৩)। এদের মধ্যে বকুল ও আমিরুলের অবস্থা আংশকাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও অন্যদের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৪ জনকে আটক করা হয়েছে। বিকেলে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন