কুলিক নদী থেকে অজ্ঞাত এক লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা। নদীতে স্থানীয় জেলেরা মাছ ধরছিল। হঠাৎ এক জেলের দৃষ্টি যায় ভাসমান একজন মানুষের লাশের দিকে। তা দেখে তাৎক্ষনিক চিৎকার দিলে অন্যরা এগিয়ে আসে। পরে উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনকে খবর দিলে তাদের একটি দল গিয়ে লাশ উদ্ধার করে।
ঘটনাটি গত রোববার দুপুরে ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল পৌর শহরের রাজবাড়ী সংলগ্ন কুলিক নদীতে। ফায়ার সার্ভিসের একটি দল লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।
রাণীশংকৈল থানার ওসি এস এম জাহিদ ইকবাল জানান, লাশের পরিচয় পাওয়া যাচ্ছে না। দেশের বিভিন্ন থানায় ছবি পাঠানো হয়েছে। লাশটি ময়নাতদন্ত করা হয়। লাশটির পরিচয় পাওয়া গেলে তাদের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন