পটুয়াখালীর বাউফল উপজেলায় বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে নুর মোহাম্মদ খান (৫৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নুর মোহাম্মদ নারকেল গাছের আগাছা পরিস্কারের জন্য গাছে ওঠেন। দা দিয়ে গছের ডাল কাটার সময় বিদ্যুতায়িত হয়ে গাছে বসেই মারা যান। পড়ে স্থানীয়রা দেখে বাউফল ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্স কার্যালয়ে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গাছ থেকে নুর মোহাম্মদের লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, গাছটির পাশ দিয়েই বিদ্যুৎ সঞ্চালন লাইন থাকায় গাছের ডাল বিদ্যুতায়িত হয়ে থাকার কারনে অসাবধানতা বশত তার মৃত্যু হয়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন