আগামী ৮ জুলাই শুক্রবার পবিত্র হজ পালিত হবে। গতকাল বুধবার সউদী আরবসহ মধ্যপমধ্যপ্রাচ্যে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়াতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে। খবর অনুযায়ী আগামী ৯ জুলাই শনিবার সেসব দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপন করা হবে।
এছাড়া পূর্ব ও মধ্য এশিয়ার দেশগুলোতে গতকাল জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশ আজ যিলকদ মাসের শেষ দিন ধরে আগামীকাল যিলহজ মাসের শুরু করবে এবং আগামী ১০ জুলাই শনিবার সেসব দেশে ঈদুল আজহা উদযাপন করা হবে। দেশগুলোর মধ্যে রয়েছে জাপান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই দারুস সালাম, হংকং, সিঙ্গাপুর, পাকিস্তান। দেশগুলোর চাঁদ দেখা কমিটি এ সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : খাালিজ টাইমস।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন