রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিক্ষক হত্যাকারীর বিচার দাবি

সোনাইমুড়ীতে শিক্ষকদের মানববন্ধন

সোনাইমুড়ী (নোয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০২ এএম

ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া কলেজ শিক্ষক উৎফল সরকারকে হত্যার প্রতিবাদে সোনাইমুড়ীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। গত বৃহস্পতিবার সকাল ১১টায় সোনাইমুড়ী উপজেলার প্রাঙ্গণে বাংলাদেশ শিক্ষক সমিতি সোনাইমুড়ী উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিক্ষক খোরশেদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির সোনাইমুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন পাটওয়ারী, জেলা সহ-সভাপতি নোমান উদ্দিন, উপজেলা সিনিয়র সহসভাপতি এবিএম নোমান, সহসভাপতি জাফর উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জাফর উল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষকবৃন্দ।

শিক্ষক নেতারা তাদের বক্তব্যে বলেন, শিক্ষকরা দেশ ও জাতি গঠনের কারিগর। যাদের তারা পাঠদান করেছেন তাদের হাতেই হত্যার শিকার হতে হলো এক শিক্ষককে। এটি এ জাতির জন্য দুর্ভাগ্য।

প্রভাষক উৎফল কুমার সরকারকে হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে ক্লাস বর্জনসহ কঠিন আন্দোলনের ডাক দিয়ে রাস্তায় নামবে শিক্ষকরা।

উল্লেখ্য, গত ২৫ জুন দুপুরে সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার ছাত্রীদের আন্তঃশ্রেণি ক্রিকেট প্রতিযোগিতায় খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন বিদ্যালয়ের পৌরনীতি ও সুশাসন বিষয়ের শিক্ষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি উৎপল কুমার সরকার (৩৭)। ঐ সময় একই স্কুলের দশম শ্রেণির ওই শিক্ষার্থী একটি স্ট্যাম্প দিয়ে উপর্যুপরি উৎপল কুমারের পেট ও মাথায় আঘাত করে তাকে রক্তাক্ত করে সেখান থেকে পালিয়ে যায়। গত ২৭ জুন ভোরে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান প্রভাষক উৎফল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন