কিশোরগঞ্জের হোসেনপুর আল-জামিয়াতুল কাদিরিয়া ও শাহেদল এতিমখানা মাদরাসা থেকে ছয় মাসে পুরো কোরআন শরীফ মুখস্থ করে বিস্ময় সৃষ্টি করেছে মো. আফফান মিয়া (৯) নামের এক শিশু। সে উপজেলার দক্ষিণ শাহেদল গ্রামের মাহতাব উদ্দিন এর ছেলে। মাদরাসার মুহতামিম মুফতি আবুল কাশেম জানান, এমন নজির খুবই কম। আফফান তার মেধা ও কঠোর পরিশ্রমে তা সম্ভব করেছে, স্বাভাবিকভাবে অন্যদের ৩/৪ বছর বা কোন কোন ক্ষেত্রে আরো বেশি সময় লেগে যায় সেখানে আফফান অল্প সমযে কোরআন মুখস্থ করে ফেলেছে। শিক্ষক হাফেজ দিদারুল ইসলাম জানান, ৮ বছর বয়সে নুরানিতে ভর্তি হয়ে নুরানি পড়ার পর ৩ মাস নাজেরা পড়ে (কুরআন দেখে পড়া) হেফজ ছবক নেয়ার পর ৬ মাসে প্রতিদিন ৫/৬ পৃষ্টা করে মুখস্থ করে ছবক দিত সে। এতে শিক্ষকরা তার মেধা দেখে অবাক হয়েছেন। এভাবে মাত্র ছয় মাসে পুরো কোরআন মুখস্থ করে ফেলে আফফান। গত মঙ্গলবার মাদরাসায় গিয়ে কথা হয় আফকানের বাবার সাথে, তিনি ছেলের এমন কৃতিত্বে আবেগাপ্লুত হয়ে পরেন। এবং শিক্ষকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে সকলের কাছে দোয়া চান।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন