শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

মহানগর

২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তির সময় বৃদ্ধি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ৭:৩৮ পিএম

জাতীয় বিশ^বিদ্যালয়ের অঙ্গীভূত বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট এর অধীনে ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদনের সময় আগামী ২০ জুলাই পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। আগে আবেদনের শেষ সময় ছিল ২০ জুন পর্যন্ত। রোববার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

জাতীয় বিশ^বিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে (িি.িহঁ.ধপ.নফ/ধফসরংংরড়হং) আগ্রহী প্রার্থীদের অনলাইনে প্রাথমিক আবেদন ফরম পূরণ করে ২০ জুলাই রাত ১২টার মধ্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের অনলাইন গেটওয়ে অথবা পে স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি বাবদ এক হাজার টাকা জমা দিয়ে আবেদনের প্রিন্ট কপি অনলাইন থেকে সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, গত ১৬ মে থেকে এমফিল লিডিং টু পিএইচডি প্রোগ্রামে ভর্তির আবেদন শুরু হয়েছিল। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন