নাটোরের সিংড়ায় ইজিবাইক ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং আরও দুই আহত হয়েছেন। সোমবার (৪জুলাই) জাহাঙ্গীরাবাদ (নাটোর-বগুড়া) মহাসড়কের চৌগ্রাম এলাকায় এই দূঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সিংড়া থেকে বগুড়াগামী একটি মাল বোঝাই একটি মিনি ট্রাক চৌগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে উপজেলার বিয়াস গ্রামের আইনুল হকের ছেলে আব্দুল কুদ্দুস, পাকুরিয়া গ্রামের জোফিল উদ্দিনের ছেলে জাহিরুল ইসলাম, ঝিংগাবাড়িয়া গ্রামের কছিমদ্দিনের ছেলে ইজিবাইক চালক আব্দুল আজিজ নিহত হয়। এতে আরও দুইজন আহত হয়েছেন। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় হাইওয়ে পুলিশ ব্যবস্থা নিবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন