শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

শিক্ষক হত্যা-লাঞ্ছিতের প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন

গোয়ালন্দ (রাজবাড়ি) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

ঢাকার সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যা ও সরাইলের প্রিন্সিপাল স্বপন কুমার বিশ্বাসকে লাঞ্ছিতের প্রতিবাদে গোয়ালন্দে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গত রোববার দুপুরে গোয়ালন্দ জামতলা ঢাকা-খুলনা মহাসড়কের পাশে উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন পালিত হয়। এতে দোষিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এ সময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ সরকারি কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মো. কাদের, হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস বেগম, দৌলতদিয়া মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, আক্কাছ আলী হাই স্কুলের প্রধান শিক্ষক মো. জাকির হোসেন, উজান চর আলিয়া মাদরাসার সুপার মোজ্জাফোর হোসেন, সহকারি শিক্ষক আবুল কাশেম ও আবুল বাশার প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন