শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভ্যন্তরীণ

উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

তিতাস (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে ইঙ্গিত করে তিতাস উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার-এর ফেসবুক প্রোফাইল থেকে অশালীন মন্তব্য করার প্রতিবাদে ঝাড়ু মিছিল ও গণপ্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার তিতাস উপজেলা আ.লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি ঝাড়ু মিছিল বের হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে তিতাস থানা ভবনের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় দলীয় রাজনৈতিক নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি পেশার হাজার হাজার জনগণ উপস্থিত ছিলেন। উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি মুন্সি মুজিবুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, তিতাস আ.লীগের সাবেক সদস্য সচিব দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর, সহ-সভাপতি মোয়াজ্জেম আনোয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন, শেখ ফরিদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মো. শাহিনুল ইসলাম সোহেল সিকদার, কুমিল্লা উত্তর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, কড়িকান্দি ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ আহ্বায়ক সাইফুল আলম মুরাদ, জগতপুর ইউপি চেয়ারম্যান মজিবুর রহমান, ভিটিকান্দি ইউপি চেয়ারম্যান বাবুল আহম্মেদ, মজিদপুর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা, উপজেলা আ.লীগের দপ্তর সম্পাদক মীর শওকত লিটন, কুমিল্লা উত্তর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শের-ই-আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান তুষার প্রমুখ। এ সময় বক্তারা বলেন, কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী গত ৫ জুলাই বিকালে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে গোমতী নদীর তীরবর্তী ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করেন। এই উপহার ত্রাণ বিতরণকে উপহাস করে সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরীকে ইঙ্গিত করে তিতাস উপজেলা চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকার তার ফেসবুক আইডি থেকে অশ্লীল ভাষা লিখে পোস্ট করে। পোস্টটি হলো- ‘পানি উঠলো কৈ ত্রাণ দিলাম কৈ ভন্ডামির রাজনীতি ছাড়েন, মুখ খুললে ইজ্জতের কাপড় থাকবে না’। তারই প্রতিবাদে তিতাস আ.লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগের নেতৃবৃন্দসহ সাধারণ জনগণ চেয়ারম্যান মো. পারভেজ হোসেন সরকারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করে এবং তাকে তিতাস উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার বলেন, আমি করোনার বুস্টার ডোস নিয়ে শারীরিকভাবে অসুস্থ হয়ে ঢাকায় আছি, গত বৃহস্পতিবার সকালে জানতে পাই আমার স্ট্যাটাস নিয়ে এতো কিছু। আমার স্ট্যাটাসটি পড়লে আপনারা বুঝতে পারবেন আমি এমপি মহোদয়কে নিয়ে স্ট্যাটাস দেইনি। আমি আমার নিজেকে নিয়েই স্ট্যাটাস দিয়েছি। তিনি আরো বলেন, সংসদ সদস্যকে জড়িয়ে যে এগুলো করছে, আমি মনে করি রাজনৈতিক উদ্দ্যেশ্য প্রনোদিত এবং সামনে তিতাস উপজেলা আ.লীগের সম্মেলনকে ঘিরেই গোলা পানিতে মাছ শিকার উপক্রম। তবে আমি সুস্থ হলে ঈদের পর আপনাদের নিয়ে সংবাদ সম্মেলন করবো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন